এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ঢালিউড তারকা শাকিব খানের ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই অ্যাকশন-রোমান্সধর্মী ছবিটি মাত্র সাত দিনেই আয় করেছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা, যা ঈদের সিনেমা হিসেবে সাম্প্রতিক সময়ের অন্যতম সফল রেকর্ড।
প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন থেকে জানা গেছে, মুক্তির নবম দিনে এসেও ‘বরবাদ’ রাজধানীর সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রতিদিন গড়ে ৬৫টি শো চালাচ্ছে। শুধু তাই নয়, দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি দারুণভাবে চলছে।
‘বরবাদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে আইটেম গান ‘চাঁদমামা’, যেখানে ক্যামিও পারফরম্যান্স দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত ও শ্যাম ভট্টাচার্য।
এবারের ঈদে শাকিব খানের আরও একটি সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তি পেলেও তা দর্শকদের তেমনভাবে আকৃষ্ট করতে পারেনি। অন্যদিকে ‘বরবাদ’ এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে। এটি তার আগের হিট সিনেমা ‘প্রিয়তমা’-র রেকর্ডকেও ছাড়িয়ে গেছে, যা ঈদুল আজহায় এক মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রি করেছিল।
‘বরবাদ’-এর এমন অভাবনীয় সাফল্যে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোর বেঁচে থাকার সম্ভাবনাও নতুন করে আলোচনায় এসেছে। সিনেপ্রেমীদের মতে, বড় তারকাদের মানসম্মত সিনেমা নিয়মিত মুক্তি পেলে দেশের সিনেমা হলগুলোর সুদিন।