মারা গেছেন ‘হ্যারি পটার’ এবং ‘ডক্টর হু’ সিরিজে অভিনয়ের জন্য সুপরিচিত অভিনেতা সাইমন ফিশার-বেকার। মত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ম্যানেজার কিম ব্যারি।
ম্যানেজার ব্যারি এক বিবৃতিতে বলেন, “আজ আমি শুধু একজন ক্লায়েন্টকে হারালাম না, বরং ১৫ বছরের একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম। আমি কখনোই ভুলব না সেই মুহূর্ত, যখন তাকে ‘ডক্টর হু’ সিরিজের ডোরিয়াম মল্ডোভার চরিত্রের প্রস্তাব দেওয়ার জন্য ফোন করেছিলাম।
সাইমন ফিশার-বেকারের ক্যারিয়ারে অনেক উল্লেখযোগ্য চরিত্র থাকলেও, সবচেয়ে বেশি পরিচিত ছিলেন তিনি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সোরসেরার্স স্টোন’-এ ফ্যাট ফ্রায়ার ভূতের চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া, তিনি জনপ্রিয় ব্রিটিশ টিভি সিরিজ ‘ডক্টর হু’-তে ডোরিয়াম মল্ডোভার চরিত্রে সিজন ৫ ও ৬-এ অভিনয় করেন।
ফিশার-বেকার ব্রিটিশ টিভি সিরিজ ‘পাপি লাভ’, ওয়ান ফুট ইন দ্য গ্রেভ, দ্য বিল, লাভ সোপ এবং আফটারলাইফ-এও অভিনয় করেছেন। তিনি ২০১২ সালের অস্কারজয়ী সিনেমা ‘লা মিজারেবলস’-এও একটি চরিত্রে অভিনয় করেন। তার মৃত্যুতে ভক্ত ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন