সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পেতে চলেছে ঈদে। এই ছবিতে তাঁর সহশিল্পী রাশমিকা মান্দানা। সিনেমা মুক্তির আগেই তাঁদের রসায়ন নিয়ে চলছে আলোচনা।
গত রোববার মুম্বাইয়ে ‘সিকান্দার’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান, রাশমিকা ও সিনেমার অন্যান্য কলাকুশলীরা। সেখানে সালমান ও রাশমিকার ৩১ বছরের বয়সের পার্থক্য নিয়ে কথা ওঠে। মজার ছলে সালমান বলেন, অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন, তবে যদি রাশমিকা ও তাঁর পরিবার এতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে অন্যদের চিন্তার কিছু নেই। তিনি আরও বলেন, ভবিষ্যতে রাশমিকার মেয়ের সঙ্গেও কাজ করতে পারেন।
ট্রেলার লঞ্চে সালমানের বাবা সেলিম খানও উপস্থিত ছিলেন। সিনেমাটিতে সালমানকে দেখা যাবে এক দুর্ধর্ষ চরিত্রে, যেখানে তিনি মুম্বাইয়ের একটি অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করবেন।