অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি, এবার লাল গালিচায় হাঁটবেন মেট গালায়
২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে মাতৃত্বের এই মধুর সময়ে থেমে থাকছেন না তিনি। এবার অন্তঃসত্ত্বা হয়েও বিশ্ব ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর মেট গালার লাল গালিচায় হাঁটতে চলেছেন কিয়ারা।
কিয়ারার এই সাহসী ও স্টাইলিশ পদক্ষেপ ইতিমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোড়ন তুলেছে। সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অসংখ্য অনুরাগী। শুধু অভিনয়ই নয়, ফ্যাশন দুনিয়াতেও নিজের একটি শক্ত অবস্থান গড়ে তুলেছেন কিয়ারা।
ফ্যাশনের মঞ্চে আরও এক সাহসী উপস্থাপন
গত বছর কান চলচ্চিত্র উৎসবের রেড সি ফিল্ম ফাউন্ডেশনের আমন্ত্রণে আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন কিয়ারা। কালো ও গোলাপি গাউনে তার সেই উপস্থিতি এখনো অনেকের মনে গেঁথে আছে। এ বছর মেট গালায় তার উপস্থিতি আরও একবার প্রমাণ করবে—মাতৃত্ব ফ্যাশনের পথে কোনো বাধা নয়।
ভালোবাসা, বিয়ে আর নতুন অধ্যায়
২০২০ সালে বলিউড সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান কিয়ারা। অনেকটা চুপিসারেই চলছিল তাদের প্রেমকাহিনি। অবশেষে ২০২৩ সালে রাজস্থানে রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন তারা। তাদের বিয়ের ভিডিও আজও সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে ভাইরাল হয়।
মেট গালার ইতিহাসে কিয়ারা
প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো বলিউড তারকারা এর আগে মেট গালার লাল গালিচায় হেঁটেছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে কিয়ারা আদভানির নাম। বিশেষ করে গর্ভাবস্থায় তার উপস্থিতি একটি সাহসী ও ইতিবাচক বার্তা দেবে নারীদের জন্য—যেখানে মাতৃত্ব আর ক্যারিয়ার হাতে হাতে চলতে পারে।