শিল্পী, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিকের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ইমাম মাহাদী’ প্রকাশিত হয়েছে।
এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী বশির আহমদ-মীনা বশির দম্পতির পুত্র রাজা বশির। গানটির কথা ও সুর দিয়েছেন আমিরুল মোমেনীন মানিক, সংগীত আয়োজন ও মিক্সিং-মাস্টারিং করেছেন পারভেজ জুয়েল। কিশোর নীলের নির্মাণে ‘ইমাম মাহাদী’ উন্মুক্ত হয়েছে ‘মানিক মিউজিক’ ইউটিউব চ্যানেলে, যেখানে গ্রাফিক্সের কাজ করেছেন ওমায়ের হোসেইন।
নির্মাতা কিশোর নীল জানান, বিশ্বজুড়ে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে অনেকেই বিশ্বাস করেন যে, ইমাম মাহাদীর আগমন মানবতার মুক্তির বার্তা আনবে। এই বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে এবং শান্তি-সুশাসনের আহ্বান জানিয়ে তৈরি করা হয়েছে এই ভিজ্যুয়াল প্রজেক্ট। এর প্রি-প্রোডাকশনে এক বছরের বেশি সময় ধরে কাজ করা হয়েছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
শিল্পী আমিরুল মোমেনীন মানিক বলেন, বর্তমান বিশ্বের অস্থিরতার মধ্যে বিশ্বাসীরা এক অনন্য স্বপ্নের আশায় থাকেন—ইমাম মাহাদীর আগমন ও সুবিচারের প্রতিষ্ঠা। সেই স্বপ্ন ও মানবতার বার্তা ছড়িয়ে দিতেই ‘ইমাম মাহাদী’ নির্মাণ করা হয়েছে।
সংগীত পরিচালক পারভেজ জুয়েল জানান, দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে গানটির মান উন্নত করার চেষ্টা করা হয়েছে। শিল্পীদের অসাধারণ গায়কীর সঙ্গে নির্মাণশৈলীও হয়েছে চমৎকার।
গানটিতে দুই প্রধান শিল্পীর পাশাপাশি একঝাঁক শিশুশিল্পী অংশ নিয়েছে, যেখানে আরজু মোমেনীন মাশার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
আমিরুল মোমেনীন মানিক ধারাবাহিকভাবে সংগীতচর্চা করে আসছেন। এর আগে তিনি কিংবদন্তি নচিকেতার সঙ্গে ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’, ‘সকাল হবে কি’ গানের ভিডিওতে প্রশংসিত হয়েছেন। এছাড়া তিনি তিতুমীর ফিল্মের ‘মায়াটান’ গানে কণ্ঠ দিয়েছেন। প্রতিবাদী গান ক্যাটাগরিতে তার ‘আবু সাঈদ মুগ্ধ/শেষ হয়নি যুদ্ধের’ গানটি ২০২৪ সালে ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।