দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান চরিত্রের বৈচিত্র্য দিয়ে বারবার নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করেছেন। এবার পরিচালক আশফাক নিপুণের পরিচালনায় ওয়েব সিরিজ ‘জিম্মি’তে তিনি নিজেকে এক নতুন রূপে দর্শকদের সামনে তুলে ধরেছেন। ২২ মার্চ সন্ধ্যা ৭টায় সামাজিক যোগাযোগমাধ্যম ও হইচই প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে এই সিরিজের ট্রেলার।
ট্রেলারে দেখা যায়, সাধারণ সরকারি চাকরিজীবী রুনা লায়লার চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। সিরিজের গল্প একটি মধ্যবিত্ত গৃহিণীর জীবনকে কেন্দ্র করে। টানাপোড়েনের মধ্যে একসময় রুনার লোভ বাড়ে এবং সে টাকা, বাড়ি, গাড়ি সব কিছুই চায়। এই পরিস্থিতিতে রুনার জীবন একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলে। সিরিজটি সম্পর্কে আরও জানতে হলে দেখতে হবে ‘জিম্মি’। সিরিজটি ঈদ উপলক্ষে ২৮ মার্চ হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

নির্মাতা আশফাক নিপুণ বলেন, “আমরা ট্রেলারটি দর্শকদের সামনে উপস্থাপন করেছি, এবং আশা করছি তারা এটি পছন্দ করেছেন। পুরো টিম একসঙ্গে কাজ করেছে এবং নতুন ধরনের একটি গল্প উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।”
অভিনেত্রী জয়া আহসান বলেন, “চ্যালেঞ্জিং চরিত্রগুলো আমাকে সবসময় আকর্ষণ করেছে। রুনা লায়লার চরিত্রে যথেষ্ট চ্যালেঞ্জ ছিল, আর আমি সবসময় পরিচালককে মান্য করি। নিপুণের সঙ্গে আমার প্রথম কাজ, সেটাও সিরিজে। তিনি যা বলেছেন, আমি তাই করেছি। আশা করছি দর্শকরা রুনাকে কেমনভাবে গ্রহণ করেছেন তা জানাবেন।”

এছাড়া, সিরিজে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এবং এরফান মেধা শিবলুসহ আরও অনেকেই।