ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনয় জগৎ থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ওমরা হজ পালন শেষে দেশে ফিরে এ ঘোষণা দেন তিনি। বর্তমানে তিনি ধর্মীয় আচার-রীতি মেনে চলছেন এবং ভবিষ্যতে আর নতুন কোনো সিনেমায় কাজ করবেন না বলে জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বর্ষা জানান, তার হাতে থাকা চলমান সিনেমাগুলোর কাজ শেষ করেই তিনি চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন। একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কয়েকটি সিনেমার কাজ বাকি আছে, সেগুলো শেষ করতে কিছুটা সময় লাগবে। তবে এরপর আর নতুন কোনো সিনেমায় অভিনয় করব না।”
সিনেমা ছাড়ার কারণ প্রসঙ্গে বর্ষা বলেন, “আমি বাস্তববাদী মানুষ, সব কিছু বাস্তবতার ভিত্তিতে চিন্তা করি। আমার মনে হয়, নায়িকাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পর্দায় ভালো লাগে, তার পর আর কাজ করা উচিত নয়। আমার ক্ষেত্রেও তাই মনে হয়েছে।”
তিনি আরও বলেন, “আমার বড় ছেলের বয়স এখন ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পর বড় ছেলে যখন ১৪-১৫ বছরের হবে, তখন যদি দেখে তার মা সিনেমার নায়িকা, সে কী ভাববে? এসব ভেবেই আমি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”
বর্ষার এ সিদ্ধান্তে তার স্বামী, প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল কোনো আপত্তি জানাননি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়েই বর্ষার বয়স কম। তবুও সে নিজে থেকেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।”
বর্ষার এই সিদ্ধান্ত চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে তিনি ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে প্রাধান্য দিতে চান বলে স্পষ্ট করেছেন।