পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আজও অপূর্ণ, বরং বাস্তবতা আরও নির্মম হয়ে উঠছে। বক্তারা বলেন, প্রস্তর যুগের মতো নিষ্ঠুরতা ও বর্বরতা আজকের বাংলাদেশে প্রকাশ্যে ঘটছে। যে ধরনের পাশবিকতা প্রাচীন জাহিলিয়াতের যুগে শোনা যেত, আজ তা আবারও ফিরেছে—এইবার আধুনিক সমাজের মুখোশের আড়ালে। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, “জুলাই এসেছে রক্তের বিনিময়ে, কিন্তু আমরা এখনো সেই রক্তের মূল্য দেইনি। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন ও বাস্তবতার মধ্যে আকাশ-জমিন তফাত।” তিনি বলেন, “এই বর্বরতার বিরুদ্ধে এখনই না দাঁড়ালে আমাদের প্রতিটি অর্জন হুমকির মুখে পড়বে।” সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম আজ শনিবার সন্ধ্যা সাতটায় শাহবাগ থেকে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, এটি শুধু একটি হত্যার প্রতিবাদ নয়—এটি একটি বিকৃত রাজনীতি, দখলদার মনোভাব ও রাষ্ট্রীয় ব্যর্থতার বিরুদ্ধে জনরোষ প্রকাশের মিছিল। তিনি ব্যক্তি ও সংগঠনের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান এবং জানান, শাহবাগের এই মিছিলে সব ছাত্র সংগঠন ও প্রগতিশীল প্ল্যাটফর্ম একসাথে চলার প্রস্তুতি নিচ্ছে। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দেন।
প্রবণতা
- দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতামূলক কর্মসূচি চালাবে রংপুর হাইওয়ে পুলিশ
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বানারীপাড়ায় জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি
- ক্ষমতা পাওয়ার আগেই একটি দল চাঁদাবাজি, খুন, ধর্ষণ শুরু করেছে : শিবির
- চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি
- মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা :‘মনে হচ্ছে আমরা যেন নরকে বাস করছি’
- শ্রীবরদীতে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
- পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আলোকবর্তিকা রাজীব কুমার সরকার: লক্ষ্মীপুরে মানবিক প্রশাসনের অনন্য দৃষ্টান্ত