মোঃ আনিসুর রহমান, সাভার:
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,
“জনগণের সঙ্গে প্রশাসনের মনস্তাত্ত্বিক দূরত্ব রেখে ক্ষমতা কেন্দ্রীক শাসন ব্যবস্থা দিয়ে কখনোই টেকসই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।”
শনিবার (১৩ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাভারের ১২টি ইউনিয়নে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,
“মানুষ এখন অন্যায় সহজে মেনে নিচ্ছে না। আমরা ভাবি জনগণ সংগঠিত না, আমরা অন্যায় করব। কিন্তু আজ জনগণও সংগঠিত হচ্ছে, প্রতিবাদ করছে। এ রকম শাসনব্যবস্থা টিকে থাকবে না।”
তিনি আরও বলেন,
“সরকার তখনই ব্যর্থ হয়, যখন জনগণও ব্যর্থ হয়ে যায়। সরকার ও জনগণ—দু’পক্ষের সম্মিলিত দায় রয়েছে।”
দূষণ রোধে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন:
- কর্ণপাড়া খাল ও তুরাগ নদী দখল ও দূষণ রোধে পরিকল্পনা চূড়ান্ত।
- বুড়িগঙ্গার তলদেশে পলিথিন জমে আছে, কিন্তু উদ্ধারের পর সেগুলোর ব্যবস্থাপনা নিয়ে জটিলতা থাকায় কাজ শুরু করা যায়নি।
- পরিবেশ অধিদপ্তরে ম্যাজিস্ট্রেট মাত্র চারজন, যা পর্যাপ্ত নয়।
- আমিনবাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে।
- ইটভাটা ও শিল্প দূষণ বন্ধে কার্যক্রম চলছে, তবে আরও তৎপরতা দরকার।
তিনি বলেন,
“নদী লাখো মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু সেখানে এখন শিল্পবর্জ্য ফেলা হচ্ছে। নদী দূষণ বন্ধ না হলে কৃষি, মৎস্য, পরিবেশ—সবই হুমকির মুখে পড়বে। তাই সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী
- ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ
- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ