সুনামগঞ্জ প্রতিনিধি, সিলেট:
সুনামগঞ্জের মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সজীব রহমানকে জনস্বার্থে বদলি করেছে পুলিশ সদর দফতর। গত ১৪ মে পুলিশ সদর দফতরের প্রশাসন শাখা থেকে অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
শুক্রবার রাতে পুলিশ সদর দফতরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বদলির প্রেক্ষিতে ওসি সজীব রহমানকে আপাতত ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। তাকে এখনো পুলিশের অন্য কোনো ইউনিটে পদায়ন করা হয়নি।
সূত্র জানায়, শনিবার (২৪ মে) সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে ওসি সজীব রহমানের ছাড়পত্র গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ছাড়পত্র গ্রহণে ব্যর্থ হলে পরদিন (২৫ মে) তাকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।
ওসি সজীব রহমান মধ্যনগর থানা থেকে বদলি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নানা অভিযোগের মুখে বিতর্ক
মধ্যনগর থানায় দায়িত্ব পালনকালে ওসি সজীব রহমানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে সীমান্ত ও নদীপথে চোরাচালান, চাঁদাবাজি, জলমহাল দখলে সহায়তা, ঘুষ বাণিজ্য এবং গণহয়রানির অভিযোগ রয়েছে। পুলিশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব অভিযোগ উঠে এসেছে বলে জানা গেছে।
২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ ওঠে। ওই সময় ওসি সজীব রহমানকেও বিতর্কিতভাবে মধ্যনগর থানায় পদায়ন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ওসি সজীব রহমানের বিরুদ্ধে চলমান এসব বিতর্ক ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই তাকে জনস্বার্থে বর্তমান পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে।