মো. মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সেতুটি এখন ভেঙে পড়ার পথে। এরই প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সুজা।
রোববার (২৬ মে) দুপুরে ব্রিজটি পরিদর্শন করেন ইউএনও। এ সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে দীর্ঘদিনের অবহেলিত এ সেতুর দুর্দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।
সেতুটি বর্তমানে এমন অবস্থায় আছে যে, এর রেলিং ভেঙে গেছে, ঢালু অংশে বড় ফাটল দেখা দিয়েছে এবং নিচের খালের ওপর কাঠামোগত ভারসাম্য বিপন্ন হয়ে পড়েছে। বর্ষা মৌসুম সামনে থাকায় ঝুঁকির মাত্রা আরও বেড়েছে। প্রতিদিন এই সেতু ব্যবহার করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সর্বস্তরের মানুষ যাতায়াত করেন, যা এখন তাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
পরিদর্শন শেষে ইউএনও মোহাম্মদ আলী সুজা বলেন,
“এটি শুধুই একটি ব্রিজ নয়, এটি এখানকার মানুষের জীবনযাত্রার অপরিহার্য অংশ। দ্রুত সময়ের মধ্যেই এর পুনঃসংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি অচিরেই কাজ শুরু হবে।”
স্থানীয়রা জানান, একসময় এই ব্রিজ দিয়ে সহজেই বরিশাল শহর পর্যন্ত যাতায়াত করা যেত। কিন্তু দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরই মধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।
উল্লেখ্য, এই ব্রিজটির মাধ্যমে আশেপাশের অন্তত তিনটি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করেন। তাই এটি শুধুমাত্র সানুহার নয়, গোটা অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো।
এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসনের এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হলে বহুদিনের দুর্ভোগের অবসান ঘটবে।