রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা। গ্রেপ্তারদের মধ্যে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে।
শুক্রবার (২৩ মে) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় আলী, পলাশ, রাকিব, শ্রাবন, শরীফ, শাফিন, রাব্বি, শাহাজাদা রুবেল, রহিত, রুবেল মেহেদী, আকাশ, তাজ উদ্দিন, জাবেদ, সালাউদ্দিন, রেন্টু, শাকিল, সফিক, আনিস, রনি, সাগর, তোজাফুল, সাদ্দাম, আকিব, আমেন ও তাহমিনা নামের ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এই ধরনের অভিযান চলমান থাকবে।