শুধু আওয়ামীলীগ দেশ থেকে চলে গেলেই হবে না, আওয়ামী লীগের যে সিস্টেম দূর্ণীতি, চাদাবাজি, মাফিয়ার সিস্টেমকেও বদলাইতে হবে। কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশে সেই সিস্টেম এখনো বদলায় নায়। এন সিপি সেই সিস্টেমের বিরুদ্ধে কাজ করছে। ঝালকাঠিতে আয়োজিত পথসভার বক্তব্যে এন সি পি’র আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০২৪ সালে দেশের হাজারো তরুণের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। কিন্তু এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদীতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ। কিন্তু যুবসমাজ জানিয়ে দিচ্ছে, এই দেশে আর ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে আমরা আবারও জীবন দেবো।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপির পদযাত্রায় বিকেল সাড়ে ৫ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে সমবেত হন দলের কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শুরু হয় বিশাল পদযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পদযাত্রাটি পৌঁছায় কাপড়িয়া পট্টিতে। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ আরো অনেকে।
পত যাত্রা ও পথ সবায় এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ও মশিউর রহমান, মাহামুদা মিতু, যুগ্ম সহ-সগঠক আরিফুর রহমানসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পদযাত্রায় এনসিপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।