সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।তার মধ্যে ৭ জন পুরুষ,৭ জন নারী এবং ৯ জন শিশু রয়েছে।
মঙ্গলবার(২৭ মে)রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে পার করে বাংলাদেশে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুশইনের পরপরই বিজিবি সদস্যরা তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছেন।বর্তমানে তারা সদরের কুশখালী সীমান্ত এলাকায় বিজিবির ক্যাম্পে রয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ’র কৈজুরী ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে।
জানা গেছে,উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।