মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
প্রায় ৭৫ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বয়সের ভারে অনেকটাই ন্যুব্জ এবং শরীরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগ বেয়ে তিনি অসুস্থ। তাঁর নাম হাসপাতালের ভর্তি রেজিস্টারে সাজেদা বেগম, স্বামীর নাম ছন্দু মিয়া, এবং গ্রামের নাম কল্পবাস উল্লেখ থাকলেও তিনি নিজে একেকবার ভিন্ন ভিন্ন ঠিকানা দিচ্ছেন। এ কারণে তার প্রকৃত পরিচয় খুঁজে বের করতে হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা জানান, কয়েক দিন ধরে ওই বৃদ্ধা হাসপাতাল কমপ্লেক্সে ঘোরাফেরা করছিলেন। পরে গত ৩ জুলাই তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলছেন, শারীরিকভাবে তিনি অনেকটাই সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থ। চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়া সত্ত্বেও বৃদ্ধা হাসপাতাল ছেড়ে যেতে চাইছেন না। বাড়ি যাওয়ার কথা বললেই তিনি রেগে যান এবং অস্পষ্ট ভাষায় কথা বলছেন।
সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ওই বৃদ্ধা ময়লা-আবর্জনা জমে থাকা কাপড়ে শুয়ে আছেন। হাতে ক্যানুলা লাগানো এবং নিয়মিত গোসল না হওয়ায় শরীরে ময়লা জমে রয়েছে। পাশে কেউ গেলে উঠে বসেন, আবার কখনো চুপচাপ থাকেন, কখনো রেগে ওঠেন। তার সঙ্গে থাকা নার্সরা তাঁকে যত্নসহকারে দেখছেন।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার জানান, বৃদ্ধা মহিলাটি হাসপাতালে থাকা অবস্থায় বিছানায় প্রস্রাব ও মলত্যাগ করেন, যা অন্য রোগীদের জন্য সমস্যা সৃষ্টি করছে। পরিবারের কেউ না থাকায় আমরা তাঁকে যত্ন নিচ্ছি, তবে তিনি ছাড়পত্র পাওয়ার পরও হাসপাতাল ছেড়ে যেতে রাজি নন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, “অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধাকে আমরা দায়িত্ব নিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের নার্সরা সর্বোচ্চ সেবা দিয়েছেন। মানসিক অসুস্থতার কারণে তার চিকিৎসা প্রয়োজন। আমরা তার স্বজনদের খোঁজ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি কেউ পাওয়া না যায়, তবে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক চিকিৎসার জন্য পাঠানো হবে।”
বর্তমানে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধাকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পাশে দাড়ানোর পাশাপাশি তার যথাযথ পরিচয় এবং স্বজনদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।