খাদিমুল সরদার, বেরোবি প্রতিনিধি:
ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহিদ আবু সাঈদ মেমোরি স্ট্যাম্প লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছে কয়েকজন শিক্ষার্থী। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে তারা লাল কাপড় দিয়ে ঢেকে দেন।
এদিকে গত ১৬ জুলাই অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান এটি ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
কেনো ঢেকে দেওয়া হয়েছে জানতে চাইলে মো. ইয়ামিন বলেন, শহিদ আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প বিপ্লবী ভূমিকাকে বিকৃত করা করা হয়েছে। আমরা দেখেছি ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে বেরোবিতে দুই উপদেষ্টা আসলেও তারা আবু সাঈদের কবর জিয়ারত করতে যায়নি। সেদিন তাদের উপস্থিতিতে এত ভুল কীভাবে হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনেরও লোকজন ছিল। তাদের উপস্থিতিতে এমন ভুলে আমরা উদ্বিগ্ন। আমরা চাই যারা ইতিহাস বিকৃত করেছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, আমরা প্রশাসনকে জানিয়েছি। তাদের সাথে নিয়েই লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। আমরা মনে করি এখানে ইতিহাস বিকৃতি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, আবু সাঈদের জীবনের বিনিময়েই আজ দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। যারা এ ইতিহাস বিকৃত করেছে তা কেউই মেনে নিবে না। এইটির প্রতিবাদ সবাই করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. হারুন আর রশিদ বলেন, এইটি পুরোটাই মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এখন যেহেতু শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে তাই আমরা আপাতত লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা মন্ত্রণালয়ের সাথে কথা এইটি সংশোধন করে দিব।
শহিদ আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প যা লেখা ছিল ‘রংপুরের ছেলে শহীদ আবু সাঈদ। জালেম ও জুলুমের বিরুদ্ধে যার শির ছিল চির উন্নত। তিনি বলতেন, ‘প্রয়োজনে শহীদ হবো, তবু মাথা নত করবো না।’ ১৬ জুলাই আসমানের দিকে দুই হাত প্রসারিত করে শাহাদাত বরণ করলেন আবু সাঈদ। এরপরেই সারা বাংলাদেশ জেগে উঠে অনন্ত বিপ্লবের ওয়াদা নিয়ে।’