সিরাজগঞ্জ প্রতিনিধি , মো. দিল:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ পাঁচ নিরীহ গ্রামবাসীকে মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাইকোশা বাজার ও এর আশপাশের এলাকাবাসী।
রবিবার (২৫ মে) পাইকোশা মাসুয়া বাজারে পাইকোশা বাজার সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, বাজার ব্যবসায়ীসহ শতাধিক গ্রামবাসী অংশ নেন।
পাইকোশা বাজার কমিটির সভাপতি মোঃ মুসির মন্ডলের সভাপতিত্বে ও ওমর মাস্টারের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তারা বলেন, ঝাঐল ইউনিয়ন আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ আরও পাঁচজনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন।
বক্তারা দাবি করেন, এই ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার ফসল, যা একটি শান্তিপূর্ণ এলাকার পরিবেশকে অশান্ত করে তুলছে। তারা অবিলম্বে এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও সেলিম রেজার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রশিদ মুন্সি, জয়নাল মাস্টার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর হান্নান, হাজী হালিম, মো. শহিদুল, মো. ফনি, মো. বাবু এবং অত্র বাজারের প্রায় ৩ শতাধিক ব্যবসায়ী ও গ্রামবাসী।
বক্তারা আরও জানান, সেলিম রেজা এলাকার সাধারণ মানুষকে রাজনৈতিক প্রতিহিংসায় ফাঁসিয়ে দমন-পীড়ন চালাচ্ছেন, যা বর্তমান সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।
প্রতিবাদ সভা শেষে বাজারে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিও পালিত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, দাবি আদায় না হলে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচিতে যাবেন।