ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের গুলকি বাড়ি এলাকায় ডিভোর্সি স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূর নাম রওশন আক্তার (৪২) এবং অভিযুক্ত স্বামীর নাম রাকিবুল করিম রাকিব (৫০)। মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরবেলা বোরকা পরে কাজের মেয়ে সেজে বাসায় প্রবেশ করেন রাকিব। বাসায় ঢুকে তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং এরপর সাবেক স্ত্রী রওশন আক্তারকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই রওশন মারা যান। পরে রাকিব নিজেই আত্মহত্যা করেন।
নিহত রওশন আক্তারের বাড়ি নেত্রকোনা জেলার রাজুর বাজার এলাকায় এবং ঘাতক রাকিবের বাড়ি ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায়। তারা পূর্বে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ ছিলেন এবং বিচ্ছেদের পর রওশন তার দুই মেয়েকে নিয়ে নগরীর গুলকি বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।
রওশন আক্তারের বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।
ঘাতক রাকিব দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে এসেছিলেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।