মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয়ে ‘শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ’-এর দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদারের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক ও কর্মচারীরা।
রোববার দুপুর ১টায় কলেজ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদার বিগত কয়েক বছরে কলেজের কোটি কোটি টাকা তছরুপ করেছেন, শিক্ষক-কর্মচারীদের সাথে অসাদাচরণ করেছেন এবং একচ্ছত্র ক্ষমতা ব্যবহার করে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এসব অনিয়মের কারণে কলেজ অংশের ১৭ মাসের বেতন ও বোনাস বকেয়া রয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আ.ন.ম বজলুর রশিদ, সহকারী অধ্যাপক মো. জানে আলম ছিদ্দিকী, উজ্জ্বল কুমার চৌধুরী, মো. শাহজাহান আলী, মো. বাদল মিয়া, প্রভাষক মো. অহিদুল ইসলাম, মো. আজাদ হোসেন, সুবাস হালদার এবং শাকিলা মমতাজ প্রমুখ।
বক্তারা জানান, দাবি না মানলে আগামী সোমবার (২৬ মে) থেকে ক্লাস বর্জন করে লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হবে।