মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত নীলফামারীর সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরী এঁর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
আজ বুধবার (২৩/জুলাই) সকালে নীলফামারী জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রসাশক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান।
শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা প্রসাশক ও পুলিশ সুপার সাহসী এই শিক্ষিকার আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জানা যায়, নিহত মাহেরীন চৌধুরী ছিলেন নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মুহিদ চৌধুরীর মেয়ে। মুহীদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালাত ভাই ।মেহরিন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) ছিলেন। সম্প্রতি তিনি নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক এবং মরহুমের পরিবার।
উল্লেখ্য- গত মঙ্গলবার বাদ জোহর দুপুর ২টা ৩০মিনিটে নীলফামারীর জলঢাকা বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাযা শেষে গ্রামের বাড়ি চৌধুরীপাড়ায় বাব-মায়ের কবরের পাশে দাফন করা হয় তাঁকে।