জুলাই বিপ্লব নিয়ে এক পুলিশ সদস্যের ফেসবুকে অশ্লীল পোস্ট দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (০১ জুন) রাত ৮টার থেকে পুলিশ লাইনের সামনে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তারা কুষ্টিয়া পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
অবরোধ চলাকালে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৈষমবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ কুষ্টিয়া ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলাম রনি আজ মঙ্গলবার তার ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে অশ্লীল মন্তব্য করে একটি পোস্ট দেন। বিষয়টি জানাজানি হলে রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ লাইনের সামনে মহাসড়ক অবরোধ করেন। এসময় তারা টায়ার জ্বালিয়ে পুলিশ সদস্যের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এসময় বক্তারা বলেন,অভিযুক্ত পুলিশ সদস্যকে অবিলম্বে স্থায়ী বরখাস্ত ও গ্রেপ্তার এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে এ বিষয়ে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে বলেও দাবী জানানো হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান,এরই মধ্যে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আল-আমিন খান রাব্বি