কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (১২ জুলাই) ভোররাতে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বাগানবাড়ি এলাকায়।
নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে শফিকুলসহ কয়েকজন ব্যক্তি বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা অবৈধভাবে চোরাই গরু আনতে যান। এ সময় বিএসএফ টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। চোরাকারবারিরা পালানোর সময় বিএসএফকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে বিএসএফ সদস্যরা গুলি চালায়, যার একটির আঘাতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য:
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন,
“সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নিহত হয়েছেন। গুলিটি তার বুক বরাবর লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানের উদ্দেশ্যে গরু আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।”
প্রেক্ষাপট:
বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা নতুন নয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে, সঠিক কূটনৈতিক পদক্ষেপ না থাকায় প্রায়ই সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।
সীমান্তে নিরাপত্তা জোরদার এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত প্রাণহানি রোধে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।