মো. রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী বারেশ্বর চৌমুহনী বাজারে গত ৪ জুলাই (শুক্রবার) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. অ্যাডভোকেট মোবারক হোসাইন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান এবং সহায়তার আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় ৫ জুলাই (শনিবার) রাতে তিনি আবারও ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আব্দুল আউয়াল, বাজার কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, ছাত্রনেতা আফনাম মোজাহিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয়রা বলেন, ক্ষয়ক্ষতির এই কঠিন সময়ে যেভাবে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, তা প্রশংসনীয়।