হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি:
“আমরা চাই বাওড়, বিল, নদী, খাল, হাট-বাজার ও খাস জমি থেকে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হোক। দলীয় প্রভাবমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে সমাজের প্রত্যন্ত অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। দরিদ্র মানুষের আয় বাড়লে কেবল তাদের পরিবার নয়, পুরো সমাজের অর্থনীতি চাঙ্গা হবে, দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।”
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর বাজারে অনুষ্ঠিত ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
আদর্শভিত্তিক রাজনীতির ওপর গুরুত্বারোপ
মাওলানা আজীজুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক নয়, এটি আদর্শভিত্তিক এবং জনকল্যাণমুখী। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ইনসাফ, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা সম্ভব।”
সাংগঠনিক কাঠামো জোরদারের আহ্বান
বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বিলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি একে এম তবিবুর রহমান, আবু হুরায়রা, আব্দুল আউয়াল, জয়নাল আবেদীন, প্রভাষক হারুন অর রশিদ, মাওলানা রুহুল আমিন, নজরুল ইসলাম, তরিকুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে জনগণের পাশে থেকে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।