পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে কেন্দ্রীয় মসজিদের (বড় মসজিদ) সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা মিছিলটি পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিলাস চত্বর হয়ে পুরাতন পৌরসভার সামনে দিয়ে কৃষ্ণচূড়া মোড় হয়ে বড় মসজিদের পাশ দিয়ে গিয়ে অবকাশ মোড়ে (সরকারি মহিলা কলেজ) সমাপ্ত হয়।
মিছিলে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার জনতা বর্বর ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় ফিলিস্তিনের পতাকা পদদলিত করা হয়। মিছিল থেকে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধের উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।
পূর্ব ঘোষিত বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জনতা বড় মসজিদ প্রাঙ্গণে জড়ো হলে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। জেলা মেয়ের সংক্ষিপ্ত বক্তব্য বলেন, ইহুদিরা মুসলমানদের শত্রু। ইজরায়েল তাদের পরামর্শদাতা আমেরিকার পরামর্শ নিয়েই ফিলিস্তিনে হামলা করেছে। ইতিপূর্বে তারা নিরিহ ফিলিস্তিনী জনগণের উপর বর্বরোচিত হামলা করে প্রায় ৪০ হাজার নারী, শিশুসহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ নৃশংস হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না। তিনি বিশ্ব মুসলমানদেরকে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান। পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখছেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। মিছিলে আরো অংশগ্রহণ করেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী সম্পাদক ডঃ আব্দুল্লাহীল মাহমুদ, পৌর আমীর ইসাহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখসহ জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রমূখ। নেতৃবৃন্দের বক্তব্যের পরেই শিল্পী বড় মসজিদ থেকে শুরু হয়ে অবকাশ মোড় গিয়ে শেষ হয়।
এদিকে জেলার ইন্দুরকানী উপজেলায় জুমার নামাজ শেষে ইন্দুরকানী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে থানা সড়কের মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল, ছাত্রদলের আহবায়ক আল আমিন হোসেন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন যুববিভাগের সেক্রেটারী নাঈম শেখ প্রমুখ। এছাড়াও জেলার ভান্ডারিয়া উপজেলা, মঠবাড়িয়া উপজেলা, কাউখালি উপজেলা, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় জামায়াতে ইসলামী ও স্থানীয় মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।