হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামির ইফতার ও জায়নামাজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে ও নায়েবে আমির হাশেম আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতের আমির ও পীরগাছা-কাউনিয়া আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন।
উপজেলা জামায়াতের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক ডা. জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার সহ আরও অনেকে।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন পীরগাছা-কাউনিয়া আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন।