সালেক হোসেন রনি, প্রতিনিধি।
কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী বিভাগের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) শহরের একটি হোটেলের হল রুমে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ল’ ইয়ারস কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো. আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, বাংলাদেশ ল’ ইয়ারস কাউন্সিল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আইন সম্পাদক অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার আমির মাওলানা আ.ম.ম. আব্দুল হক প্রমুখ।