বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬/৮/২০২৫ ইং শনিবার সকাল ১০ টায় উপজেলার ৪ নং দুধল ইউনিয়নের আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা জাহিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ও উত্তমপুর নূড়িয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃনুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম। উপজেলা জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সহ-সভাপতি ও হানুয়া লক্ষীপাশা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার আরবি সহকারী অধ্যাপক মাওলানা আনসারুজ্জামান, উপজেলা ওলামা বিভাগের সরকারি সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান, দুধল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শামিমুল ইসলাম, দুধল ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি ও ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মোহাম্মদ তাওহিদুল ইসলাম,খোদাবক্সকাঠী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ও কবাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ফরাজী।
এছাড়া জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।