পীরগাছা (রংপুর)প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) ইফতারের পূর্বে উপজেলা জামায়াতের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে ও যুব জামায়াতের সভাপতি রমজান শেখের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী।
উপজেলা জামায়াতের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফছার আলী, জাতীয় নাগরিক কমিটির সদস্য রফিকুল হাসান ও একরামুল হোসেন, কৈকুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনছুর আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শামিম হোসেন ও ফারদিন এহসান মাহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজার রহমান, নায়েবে আমির আবুল হাশেম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি আনোয়ারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।ইফতারপূর্ব আলোচনায় বক্তারা সিয়াম সাধনার মাস রমজানকে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করে তাক্বওয়া অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা করার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যাণ কামণায় দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ।