হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক সকল শক্তির ঐক্য ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়।”
তিনি বলেন, “সাংবাদিকদের এই সংকটময় সময়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তাদের অগ্রণী ভূমিকা রাখা জরুরি।”
মাওলানা আজিজুর রহমান আরও বলেন, “আমরা সংস্কারকে সমর্থন করি, কারণ শুধুমাত্র ভোটের জন্য আমাদের সংগ্রাম হয়নি। বিগত স্বৈরাচারী সরকার জনগণের দুর্ভোগের প্রতি বধির ছিল, তাদের কোনো জবাবদিহিতা ছিল না।”
তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইভিএম বাতিল, পুলিশের সংস্কার এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের আহ্বান জানান।
সোমবার বিকেলে শার্শার নাভারন দারুল আমান ট্রাস্টে শার্শা উপজেলা জামায়াতের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, যুব বিষয়ক সভাপতি আবুল কালাম আজাদ ও প্রচার সম্পাদক মো. মনকবুল হুসাইন প্রমুখ।
অনুষ্ঠানে শার্শা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।