ঝালকাঠি প্রতিনিধি:
প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা খরচ কমিয়ে আনার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট তথা কমিউনিটি ক্লিনিককে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
মঙ্গলবার দুপুর ২টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকে সেবার মান বাড়াতে হবে। এই উদ্যোগ একদিকে যেমন স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তন আনবে, অন্যদিকে নাগরিক আস্থাও অর্জন করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে চিকিৎসা খাতে রোগীদের ব্যয় অত্যধিক, এটি কমাতে হবে এই কার্যক্রম নারীর স্বাস্থ্য ঝুকি, শিশু স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কমিউনিটি ক্লিনিকের প্রতিটি পদক্ষেপ একটি দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। জনগণকে স্বাস্থ্যসেবা দিতে হলে তাদের উপর চিকিৎসার বাড়তি ব্যয় চাপিয়ে নয়, বরং ন্যূনতম খরচে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। এজন্য প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটগুলোর সক্ষমতা বাড়ানোর এখনই সময়।
জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের উপপরিচালক ডা. খালিদ মাহমুদ শাকিল, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়ক ট্রাস্ট এর পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন এবং ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরো অনেক কর্মকর্তারা।
বর্তমানে ট্রাস্টের কার্যক্রমে মোট ১৩,৯৪৯ জন জনবল নিয়োজিত রয়েছেন, যার মধ্যে রয়েছেন সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার)-রা। কর্মরতদের জন্য জাতীয় বেতন স্কেল অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।