মুহম্মদ আবুল বাশার:
ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের চর ভবানী পুর রিহুজীপাড়ায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, ময়মনসিংহ সদর -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আসান ইমরুলেরর।উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্যে হযরত মাওলানা মুহাম্মদ কামরুল আহসান ইমরুল বলেন পৃথিবীর কোথাও কোনো মানুষ বিপদগ্রস্ত হলে মানুষ হিসেবে তার বিপদে এগিয়ে যাওয়া প্রত্যেক মুসলিমের দায়িত্ব। হযরত রাসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব মুসলমানকে একটা দেহের সঙ্গে তুলনা করেছেন। ইমরুল বলেন, সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহেও অসহায়, হতদরিদ্র পরিবারের পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, পারস্পরিক ভালোবাসা,দয়া-মায়া ও স্নেহ-মমতার দিক থেকে গোটা মুসলিম সমাজ একটি দেহের সমতুল্য। যদি দেহের কোনো বিশেষ অঙ্গ অসুস্থ হয়ে পড়ে, তা হলে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও তা অনুভূত হয়; সেটা জাগ্রত অবস্থায়ই হোক কিংবা জ্বরাক্রান্ত অবস্থায়।
’ (মুসলিম, হাদিস : ৬৭৫১)এ সময় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হাসান শামীম,অফিস সম্পাদক খন্দকার আবু হানিফ, থানা আমীর হযরত মাওলানা মুহাম্মদ মফিদুল ইসলাম, থানা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান,সিরতা ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম সবুজ, সুতিয়াখালী সাংগঠনিক থানার সভাপতি মাহবুবুর রহমান আকন্দ প্রমূখ।এ সময় থানা আমীর মুফিদুল ইসলাম বলেন, বিগত ১৭ বছর মামলা হামলা সহ মিথ্যা ও অন্যায় ভাবে হয়রানি করেন।বিগত সরকারের আমলে বিভিন্ন ভাবে মামলা হামলা করে দমণ পীড়ন করে হয়রানি করেও আমাদের দমিয়ে রাখতে পারেনি। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে ।