বরিশাল প্রতিনিধি
গাজায় ইসরায়লী বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যুপরী বিমান হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছ।
৭/৪/২০২৫ ইং সোমবার বাদ আছর বাকেরগঞ্জ থানা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ করে।
মিছিল শেষে সমাবেশে প্রধান বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ ৬ আসনের জামায়াতের মনোণীত প্রার্থী মাওলানা মাহামুদুন নবী তালুকদার। তিনি তার বক্তবে ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ইসলামের বিপক্ষে সকল অপশক্তিকে রুখতে বাংলার সকল মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বিশ্ব আদালতের আইনে বিচারের জন্য জাতিসংঘের দৃষ্টি কামনা করেন।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফিরোজ আলম, পৌর সভাপতি মাওলানা রেদোয়ানুর রহমান সহ জামায়াতে বিভিন্ন স্তরের নেতা কর্মী, ও সাধারণ জনগন।
মোঃ জাহিদুল ইসলাম
বরিশাল প্রতিনিধি