আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের দিনে শহীদ সালাহউদ্দিনের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় যান দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মতিউর রহমান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি সোহানুর রহমান সোহান, সাবেক জেলা সভাপতি আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নেতৃবৃন্দ বলেন, শহীদ সালাহউদ্দিনের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মো. মতিউর রহমান আশ্বাস দেন, শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন এবং ন্যায় ও মানবতার পক্ষে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
এ সময় শহীদ সালাহউদ্দিনের পরিবারের সদস্যরা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দোয়া ও সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান।