মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রকে একটি প্রকৃত গণতান্ত্রিক ও জনগণের অধিকার নিশ্চিতকারী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির।
এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জিন্নাহ কবির বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনায় একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ব্যর্থ হয়েছি। তাই তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এখন সময়োপযোগী ও অপরিহার্য।”
তিনি বলেন, “এই দফাগুলোর মধ্যে রয়েছে—জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং একটি নতুন সংবিধান কমিশন গঠন।”
তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর দোসররা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। আমাদের নেতাকর্মীদের সজাগ ও প্রস্তুত থাকতে হবে। তারেক রহমান যখনই আন্দোলনের ডাক দেবেন, তখন সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে নামতে হবে।”
ভবিষ্যতের নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তিনি প্রধানমন্ত্রী হলে এই দেশের জনগণ প্রকৃত অর্থেই সুখী হবে।”
সভায় সভাপতিত্ব করেন বানিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন:
জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু
উপজেলা বিএনপির সভাপতি মোঃ মানিকুজ্জামান মানিক,
শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন
জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন
জেলা কৃষকদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ
যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি
পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মাহিদ
শিবালয় উপজেলা যুবদল আহবায়ক হোসেন আলী
তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক
সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন হারুন
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ সাইদুর রহমান
ছাত্রদল সাংগঠনিক সম্পাদক অয়ন
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।