কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চারটি ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ
পলাশ ইউনিয়ন, ধনপুন, দক্ষিণ বাদাঘাট ও সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন নেতাকর্মীরা। এ সময় হাজারো মোটরসাইকেলের শোডাউন ও প্রচারণার মাধ্যমে এলাকাজুড়ে প্রচার কার্যক্রম ছড়িয়ে দেওয়া হয়। সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতারা।
উপস্থিত ছিলেন যারা:
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, আকবর আলী, ফারুক আহমদ, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য প্রার্থী অশোক তালুকদার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচাঁন, তফাজ্জল হোসেন, আজিজুর রহমান সৌরভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নুরুলকে প্রার্থী করার দাবি
নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে এড. নুরুল ইসলাম নুরুলকেই প্রার্থী হিসেবে দেখতে চান তারা। তার সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বের কারণে তিনি এই আসনে বিএনপির উপযুক্ত প্রতিনিধি। এজন্য তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি এড. নুরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।