ঢাকা:
জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সফল হবে এবং বিএনপি তাকে পূর্ণ সহযোগিতা করবে।
শনিবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন।
ডা. জাহিদ হোসেন বলেন, “যারা ওনাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, তাদের বলছি—এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি করে দমন-পীড়নের পথ ধরবেন না।”
তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা যা খুশি তাই করছেন। মনে হচ্ছে, সরকার যেন তাদের পৈতৃক সম্পত্তি। জনগণের কোনো দায়ভার তাদের কাছে নেই। অথচ দায় সব চাপানো হচ্ছে ড. ইউনূস স্যারের ঘাড়ে। তাকে বিতর্কিত করতেই এই অপচেষ্টা চলছে।”
বিএনপির এই নেতা বলেন, “ড. ইউনূস নিজে এখনও কিছু বলেননি। ওনার হয়ে প্রেস সেক্রেটারি, উপদেষ্টা, বিশেষ সহকারী কথা বলেন, তারপর সেগুলো আবার মুছে দেন। এটা যেন মগের মুল্লুক চলছে। এটা হতে পারে না।”
তিনি আরও বলেন, “ড. ইউনূস সাহেবকে যদি আমরা ধরি, উনি ৯৯.৯ পারসেন্ট, আর আপনারা সবাই মিলে ০.১ পারসেন্ট। কেউ যেন ইউনূস স্যার হওয়ার চেষ্টা না করেন।”
এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা যখন আদালতের রায় পক্ষে পান, তখন খুশি হন, আর বিপক্ষে গেলে ফেসবুকে স্ট্যাটাস দেন। এটা তো আগের সরকারের মানসিকতা। এখন আন্দোলনের ডাক আসছে আপনাদেরই উপদেষ্টাদের বিরুদ্ধে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। তাদের বিতর্কিত করতে গেলে আপনারাই বিতর্কিত হয়ে যাবেন। জুলাই-আগস্টে তারা দেশ ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।”
শেষে তিনি বলেন, “আন্দোলন-সংগ্রামে সবসময় ছাত্র-জনতাই থাকে। রাজনীতিকে বিতর্কিত না করে, দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।”