সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইট।
এদিন সকাল থেকেই বিমানবন্দরের বাইরে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসমুখর উপস্থিতি লক্ষ্য করা যায়। হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে এক নজর দেখতে রাজধানী ও আশপাশের জেলা থেকে ছুটে আসেন বিএনপি’র নেতাকর্মীরা।
খালেদা জিয়া বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর গুলশানের ‘ফিরোজা’ বাসভবনের উদ্দেশে রওনা দেন।
তার আগমন উপলক্ষে সিলেট,মৌলভীবাজার ও হবিগঞ্জসহ সারা দেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন; সিলেট মহানগর বিএনপির সভাপতি মিফতাহ সিদ্দিকী, জেলা সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী, হবিগঞ্জের সাবেক পৌর মেয়র জিকে গউছ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন,সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য,দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপি চেয়ারপারসনের এই প্রত্যাবর্তনকে নেতাকর্মীরা গণতন্ত্র পুনঃউত্থানের একটি বার্তা হিসেবে দেখছেন।