শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ডিমলায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৮ মে) বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে এ সংবর্ধনা আয়োজন করে ডিমলা উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণ। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল ও তাঁতীদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি আ খ ম আলমগীর সরকার এবং বিশেষ বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক জহুরুল আলম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা সংস্কারের রূপরেখা তুলে ধরেছেন। এই সংস্কার বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “আল্লাহ চাইলে আমি যদি ডোমার-ডিমলা আসনে এমপি নির্বাচিত হই, তবে ১৭ বছরে আওয়ামী লীগ যা করতে পারেনি, তার দ্বিগুণ উন্নয়ন কাজ অল্প সময়েই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”
আলোচনা শেষে দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন।