লিমন মিয়া, সরিষাবাড়ী :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা মোড়, তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, ছাত্রদল সভাপতি তমাল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল তালুকদার প্রমুখ।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল মোতালেব দুদু, মো. জুলফিকার আলী সম্রাট হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, যুবদল নেতা মো. নোমান, শ্রমিক নেতা মো. জুলহাস এবং কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ স্বাধীন মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘আধার আলো সংবাদ’ নামে একটি ফেসবুক আইডি থেকে যুবদল নেতা মো. জিয়াউর রহমান জিয়া ও সাকাওয়াত হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানো হয়েছে। এতে তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।