মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলা জিয়া প্রজন্মদলের প্রয়াত সভাপতি মো. ফয়সালের মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র ও কেন্দ্রীয় বিএনপি নেতা আকতার হামিদ পবন।
শুক্রবার (১৬ মে) শিবালয় উপজেলার নবগ্রামে ফয়সালের নিজ বাড়িতে আয়োজিত কুলখানি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি ফয়সালের স্ত্রী, সন্তান, পিতা-মাতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুঃসময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পবন বলেন,
“প্রয়াত ফয়সাল ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তার শূন্যতা মানিকগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি।”
পরে বিকেলে শিবালয় উপজেলার পাটুরিয়া পদ্মা রিভারভিউ রিসোর্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
সভায় সংগঠনের নেতারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।