বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি.
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১২ টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. মফিদুল আলম খান।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাক হোসেন, রাজু পারভেজ প্রমূখ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব। বক্তারা বলেন, প্রশাসনের নির্লিপ্ততায় দেশে একের পর এক সহিংসতা, হামলা ও গুম-খুনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।
এসময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ আলী নুরানী, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রবণতা
- ছাত্রীকে অপহরণের চেষ্ঠায় শিক্ষককে গণ পিটুনী জনতার
- নীলফামারীতে ১৪৪ ধারা ভঙ্গ করে দোকান ভাংচুর, নিরব পুলিশ
- শ্রীমঙ্গলের বাজেটে উন্নয়ন ও সেবার মিশ্রণ
- যশোরে ১ কোটি ৪২ লক্ষ টাকার স্বর্নের বারসহ আটক ২
- সিরাজগঞ্জ রতনকান্দিতে ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে ঘরবাড়ি-ফসল লণ্ডভণ্ড
- গৌরনদীতে বদলির জেরে সড়ক অবরোধ, হামলা-পাল্টা হামলায় আহত ১৫
- ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা
- ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন ৪৮ হাজারের বেশি প্রবাসী: ইসি