বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বাদ আসর উপজেলার ভাওয়াল ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ভাওয়াল বাগবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিক্ষক নেতা জাহিদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহীন, বিএনপি নেতা ডা: মজনু, পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন, শ্রমিক দলনেতা কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলনেতা হারুন মাতুব্বর, ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর প্রমুখ। এছাড়াও বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীরা বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে হবে। যাতে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হয়।
এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।