স্টাফ রিপোর্টার:
দেশনেতৃী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার সন্ধ্যায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে এসময় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক রাজ্জাক খান, যুগ্ন-আহ্বায়ক কেএম আবু সাইদ, সদরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নজরুল কবির নিরব, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহ জালাল সরদার, বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক হাফিজুর রহমান সুমন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোতা বয়াতি প্রমূখ।