সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন নেতৃত্ব পেয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল শনিবার (২৯ মার্চ) জানান,’গত ২৬ মার্চ রাতে লক্ষীপুরস্থ শাহ গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওয়ার্ড সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন’।
সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কদরুল হক মারুফের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল, সদস্য এম এ মজিদ, মইনুল হক বকুল, সুফিয়ান আহমেদ, রুমেল খান, যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয়ক শফিক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন;উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনকার হোসেন, সদস্য আব্দুর রব কাজল, আব্দুল মতলিব, শাহিন মিয়া, তবদুল হোসেন ও আসুক মিয়াসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
ভোটের ফলাফলে সোহেল আহমদ সভাপতি, সিপাউল ইসলাম সাধারণ সম্পাদক এবং জাহেদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এসময় উপস্থিত নেতাকর্মীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের বিষয়টিকে স্বাগত জানান এবং ভবিষ্যতের কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।