সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের উদ্যোগে মৌলভীবাজারে বিশাল পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন; বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়াও সিলেট বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির শীর্ষ নেতারা অংশ নেবেন।
দীর্ঘ সাড়ে ১৫ বছর পর রাজনৈতিকভাবে মুক্ত পরিবেশে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক এম নাসের রহমান গণমাধ্যমকে জানান, প্রায় ৮-১০ হাজার তৃণমূলের নেতাকর্মীদের সম্মানে এই আয়োজন করা হয়েছে, যা মৌলভীবাজার বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন,”এতদঞ্চলের গণমানুষের নেতা এম নাসের রহমান তৃণমূলের নেতাকর্মীদের জন্য এই আয়োজন করেছেন। দোয়া ও ইফতার মাহফিল সফল করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দিন-রাত কাজ করে যাচ্ছেন।”
ইফতার মাহফিলের বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুধবার (১৯ মার্চ) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন এম নাসের রহমান। এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন,এই ইফতার মাহফিল শুধুমাত্র একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি বিএনপির তৃণমূল পর্যায়ে সংহতি ও ঐক্যের বার্তা দেবে।