পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা পৌর যুবদলের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে পৌর যুবদলের আহবায়ক জিএম রুস্তম এর সভাপতিত্বে ও সদস্য সচিব জিএম আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টারে প্রায় দুশতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৫ নং সোলাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব সাবেক কাউন্সিলর এসএম ইমদাদুল হক, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক ও পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আহমেদ মানিক, পৌরসভা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজিব নেওয়াজ, পাইকগাছা পরিবহন স্ট্যান্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, পাইকগাছা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল রাশেদ সনি, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা,রাসেল মীর, বেল্লাল মীর,রাসেল হোসেন রাজা, আসাফুর রহমান তুহিন,নাজুল হুসাইন বাপ্পি, রমজান হোসেন রাব্বি, সম্মানিত সদস্য এনামুল হক রনি, হাসানুর রহমান, আব্দুল কাদের সরদার, আমিনুর রহমান, ইমদাদুল হক, আয়ুব খান, ফয়সাল আহমেদ, সোহেল গাজি, ফুলমিয়া সরদার, রাব্বি, আশরাফুল ইসলাম, আয়ুব আলী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তরকিুল ইসলাম, লাভলু সানা, মিন্টু, হাসান প্রমুখ।
উল্লেখ্য,মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহ খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু’র আশুরোগ মুক্তি কামনা করে দোয়া ও ইফতার বিতরণ করেন।