শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
ধর্ষকদের বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী মহিলা দল বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় এই কর্মসূচি পালন করা হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহীদ ডা. জিকরুল হক রোড ও শেরে বাংলা সড়ক প্রদক্ষিণ করে। শেষে দলীয় অফিসের সামনে মাননবন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এতে বক্তব্য বলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা বেগম সহ অন্যান্য নেত্রীবৃন্দ। কর্মসূচিতে অর্ধ শতাধিক নারী অংশগ্রহণ করেন।