মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার
বিএনপি প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ ও তার পরিবার সদস্যরা।
১৬ মার্চ মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুটিয়া পারিবারিক কবরস্থানের খোন্দকারের মাজারে ফুল দিয়ে শুদ্ধা নিবেদন করেন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ ও খোন্দকার পারিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট জামিলুর রশীদ, জেলা বিএনপি সহসভাপতি আতাউর রহমান আতা, সাবেক সহসভাপতি খোন্দকার আকবর হোসেন বাবুল, বিএনপি নেতা আকতার হামিদ পবন, সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
কবর জিয়ারত কালে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র আকতার হামিদ পবন বলেন, মানিকগঞ্জ-১ আসনে আমার বাবার অসমাপ্ত কাজ জনগণের পাশে থেকে কাজ করতে সকলের দোয়া ও সহযোগীতা চাই।