রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেলে উলাশী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন—
- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন
- সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন ও আমিনুর রহমান নেদা
- শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী
- উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক কদর আলী
- সাবেক সভাপতি মিজানুর রহমান
- উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান তুহিন
- গণশিক্ষা বিষয়ক সম্পাদক বাবলুর রহমান
- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান ও যুগ্ম আহ্বায়ক সাগর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩০ মে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উলাশী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। কর্মসূচির মধ্যে থাকবে—
ওয়ার্ড কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
আলোচনা সভা ও দোয়া মাহফিল
অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ
বাজারে কোরআন তেলাওয়াত ও ভাষণ প্রচার (জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের)
এই অনুষ্ঠানে উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সভায় জানানো হয়।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।